স্পেনে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ

স্পেনে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ
নিউজ ডেস্ক:
স্পেনের রাজধানী মাদ্রিদে আরও একটি মসজিদ পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশি কমিউনিটি। মাদ্রিদের এম্বাখাদুর ও লাভাপিয়েস এলাকার মধ্যখানে কাইয়ে সান কাইয়েতানু ১১ নাম্বারে এ মসজিদটির দায়িত্ব পান বাংলাদেশিরা।
মসজিদটি এর আগে পরিচালনার দায়িত্বে ছিলেন মাদ্রিদে বসবাসরত মরক্কোর নাগরিকরা। বর্তমানে এ মসজিদের পরিচালনা ও খতিবের দায়িত্ব নেন কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
শুক্রবার পবিত্র জুমার মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হয়। এ ব্যাপারে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক জানান, আমরা মাদ্রিদবাসী সবার সহযোগিতায় এ মসজিদের উদ্বোধন করেছি এবং পরিচালনার দায়িত্ব নিয়েছি।
মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি মসজিদ আছে। এবার কমিউনিটিতে বাংলাদেশি পরিচালনাধীন আরও একটি মসজিদ যুক্ত হলো।
Related News

কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির মতবিনিময়
বিদেশবার্তা২৪ ডেস্ক: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেনRead More

দুবাইয়ে আল হারামাইন গ্রুপের ইফতার মাহফিল
বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ এরRead More