Main Menu

স্পেনে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ

স্পেনে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ
নিউজ ডেস্ক:
স্পেনের রাজধানী মাদ্রিদে আরও একটি মসজিদ পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশি কমিউনিটি। মাদ্রিদের এম্বাখাদুর ও লাভাপিয়েস এলাকার মধ্যখানে কাইয়ে সান কাইয়েতানু ১১ নাম্বারে এ মসজিদটির দায়িত্ব পান বাংলাদেশিরা।

মসজিদটি এর আগে পরিচালনার দায়িত্বে ছিলেন মাদ্রিদে বসবাসরত মরক্কোর নাগরিকরা। বর্তমানে এ মসজিদের পরিচালনা ও খতিবের দায়িত্ব নেন কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।

শুক্রবার পবিত্র জুমার মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হয়। এ ব্যাপারে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক জানান, আমরা মাদ্রিদবাসী সবার সহযোগিতায় এ মসজিদের উদ্বোধন করেছি এবং পরিচালনার দায়িত্ব নিয়েছি।

মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি মসজিদ আছে। এবার কমিউনিটিতে বাংলাদেশি পরিচালনাধীন আরও একটি মসজিদ যুক্ত হলো।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *