মিশিগানে মেলায় বাংলাদেশি প্রবাসীদের ঢল

নিউজ ডেস্ক:
নানা আয়োজনে মিশিগানের ডেট্রুয়েটের বাংলা টাউনের জেইন পার্কে চলছে প্রবাসী বাংলাদেশিদের মেলা। উত্তর আমেরিকার বাংলাদেশি ফেস্টিভালের আয়োজনে স্থানীয় সময় গত শুক্রবার শুরু হয়েছে। যা চলবে রবিবার (২৮ আগস্ট) রাত ১২টা পর্যন্ত।
সব শ্রেণিপেশার প্রবাসীদের অংশগ্রহণে পুরো মেলা পরিণত হয়েছে মিনি বাংলাদেশে।
মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত হাজারো বাংলাদেশিদের ঢল নেমেছে মেলায়। মেলার প্রথম দিনে তেমন জমেনি। তবে শনিবার ছুটির দিন বিকেল থেকে মানুষের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ নেচে গেয়ে উল্লাস প্রকাশ করছেন।
আয়োজনকরা জানিয়েছেন, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতেই ২১ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এ মেলা। মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে বাংলাদেশি বিভিন্ন পণ্য। তবে পোশাক ও খাবার দাবারের স্টলেই বাড়তি ভিড় দেখা গেছে। মেলায় মাটির তৈরি জিনিসপত্র দর্শনার্থীদের নজর কেড়েছে। অন্য দেশের মানুষেরাও মেলায় এসে কেনাকাটা করছেন।
মেলায় সন্ধ্যার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী নীলিমা শশি ও শাহ মাহবুব। আজ মেলার শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের চমক হচ্ছে ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনিন। মেলার র্যাফেল ড্রতে থাকছে গাড়িসহ নানা আকর্ষণীয় পুরস্কার।
Related News

তুরস্ক থেকে ইরানে ‘ডিপোর্ট’; বাংলাদেশি অভিবাসীর নির্যাতনের গল্প
নিউজ ডেস্ক: ঢাকা থেকে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে তুরস্কে গিয়েছিলেন বাংলাদেশি নাগরিক জামান। অনিয়মিত অবস্থায়Read More

আমিরাতে মরুর বুকে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ
নিউজ ডেস্ক: মোরা বরিশালবাসী প্রবাসেও একে অন্যের সুখে দুখে মোরা থাকব পাশাপাশি। এই স্লোগান নিয়েRead More