নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার ওপর দুর্বৃত্তের হামলা

নিউজ ডেস্ক:
নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার ওপর দুর্বৃত্তের হামলা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তাহের চৌধুরী দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) তার বাসার সামনে দুর্বৃত্তরা হামলা করে।
হামলায় মারাত্মক আহত তাহের চৌধুরীকে জ্যাকবি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। আহত পুলিশ কর্মকর্তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলার লাখাই খাগাউড়া গ্রামে।
নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি অফিসার তাহের চৌধুরীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রঙ্কসের কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার। তিনি এ ঘটনার নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে হামলার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায় ব্রঙ্কসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকানস।
Related News

তুরস্ক থেকে ইরানে ‘ডিপোর্ট’; বাংলাদেশি অভিবাসীর নির্যাতনের গল্প
নিউজ ডেস্ক: ঢাকা থেকে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে তুরস্কে গিয়েছিলেন বাংলাদেশি নাগরিক জামান। অনিয়মিত অবস্থায়Read More

আমিরাতে মরুর বুকে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ
নিউজ ডেস্ক: মোরা বরিশালবাসী প্রবাসেও একে অন্যের সুখে দুখে মোরা থাকব পাশাপাশি। এই স্লোগান নিয়েRead More