চা–বাগানের মালিকদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
চা–বাগানের মালিকদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার চা–বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন। শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস (বৃহস্পতিবার) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।
৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা। বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা।
তবে শ্রমিক নেতারা কথা বলে এবং প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিয়েও চা–শ্রমিকদের কাজে ফেরাতে পারেননি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, শনিবার বিকেল চারটায় মাননীয় প্রধানমন্ত্রী চা–বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন। গণভবনে এ সভা হবে।
এদিকে ধর্মঘটের ১৩তম দিনে আজও ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা-বাগানে সভা–সমাবেশ করতে দেখা যায়। খেজুরিছড়া চা-বাগানে শিক্ষার্থীরা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে দুই ঘণ্টা ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। সূত্র : প্রথমআলো
Related News

শাহজালালে ১২০টি স্বর্ণের বারসহ বাসচালক আটক
বিদেশবার্তা২৪ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২০টি স্বর্ণের বারসহ মো. হারুনুর রশীদ (৩৯) নামেRead More

এবার ঢাকা সফরে যাচ্ছেন ডেরেক এইচ শোলেট
নিউজ ডেস্ক: এক দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট। এইRead More