Main Menu

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক:
বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের নগদ অর্থ বিতরণ।
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেছেন, প্রবাসীরা দেশের সব দূর্যোগে মানুষের পাশে দাঁড়ান। তারা তাদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবকল্যাণে কাজ করেন। প্রবাসীদেরকে আমরা সঠিক মূল্যায়ন করলে তারা দেশের উন্নয়নে আরো এগিয়ে আসবেন।
তিনি মঙ্গলবার (২৩ আগস্ট) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে দি ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ একশত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দি ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাস্টি ও লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর কবি শাহ সোহেল আমিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ চীপ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাস্টি ও ট্রেজারার মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের বিশ্বনাথ কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাব অপর অংশের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য সফিকুল ইসলাম শফিক, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল খায়ের, আবুল কাশেম, মিনা বেগম, শহিদ খান আতা, উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারি দবির মিয়া, সিজিল মিয়া।
আলোচনা সভা শেষে হসপিটালের পক্ষ থেকে নগদ ১ হাজার টাকা করে ইউনিয়নের একশত পরিবারের মধ্যে ১ লাখ টাকা বিতরণ করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *