ওমানে নিহত গোয়াইনঘাটের যুবকের জানাযা সম্পন্ন

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ওমানে বৃষ্টির পানির স্রোতে ভেসে গিয়ে আবু সাঈদ (৪০) নামে মারা যাওয়া এক বাংলাদেশি যুবকের লাশ দেশে আসার পর জানাযা সম্পন্ন হয়েয়ে।
বুধবার (২০ জুলাই) দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মঙ্গলবার রাতে আবু সাঈদের লাশ বাড়িতে নেওয়া হয়।
নিহত আবু সাঈদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
নিহতের ভাই আবুল কালাম জানান, তার ভাই ওমানের যে শহরে থাকেন সেখানে গত ৮ জুলাই অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এ সময় আবু সাঈদ একটি ভবন থেকে অন্য ভবনে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যান। পরবতীর্তে তার লাশ পাওয়া যায়।
আবুল কালাম জানান, ওমানে অবস্থানরত তার অপর স্বজনরা আবু সাঈদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার রাতে লাশ বাড়িতে পৌঁছায়। বুধবার দুপুরে স্থানীয় লাফনাউট মাদ্রাসা মাঠে জানাজা হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবু সাঈদের স্ত্রী, সন্তান রয়েছে।
Related News

ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট
নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়ন সময়ের বিকট শব্দে বিমানের একটি বোয়িং উজোজাহাজের চাকাRead More

সিলেটে চলছে জমজমাট ইসলামি বইমেলা
নিউজ ডেস্ক: ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সিলেটে শুরু হয়েছে চতুর্থ ইসলামি বইমেলা। দুপুরRead More