সিলেট থেকে ছেড়ে গেলো হজ যাত্রীদের প্রথম ফ্লাইট

নিউজ ডেস্ক:
সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সিলেটের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে হজযাত্রীরা ইহরামের কাপড় পরে বিমানে ওঠেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।
জানা গেছে, বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন। সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধু হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাবে।
Related News

মদিনার গল্প যতই করব ততই হবে অল্প
চৌধুরী হাফিজ আহমদ: মদিনা মদিনা মদিনা , নামেই ঝলক লাগে – উদাসী মন হয়ে যায়Read More

যে ৩ কারণে মুসলমানের তাৎপর্যপূর্ণ হিজরি সন
ইসলাম ডেস্ক: হিজরি নতুন বছর শুরু হয়ে গেছে। প্রতিটি মুসলমানের জন্য হিজরি সন বেশ তাৎপর্যপূর্ণ।Read More