Main Menu

হিজড়াদের ত্রাণ দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ!

নিউজ ডেস্ক:
সিলেটে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আর্থিক অনুদানের কথা বলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।

অভিযোগটি করেছেন সিলেটে দক্ষিণ সুরমা এলাকায় বসবাসকারী রানা ভুইয়া হিজড়া ওরফে রানী মুখার্জি।

তিনি বলেন, ‘মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে একজন পুরুষ ০১৮৭৫৮৫৯০২৭ এই মোবাইল ফোন নাম্বার থেকে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে কল করে বলেন- আমাদেরকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য সরকারের তরফ থেকে এক লক্ষ টাকা অনুদান এসেছে। তবে এ টাকা পেতে হলে ২১ শ টাকা সরকারি ফি দিতে হবে।’

তিনি বলেন, ‘এ কথা বলে প্রতারক এই বিকাশ নম্বার ০১৩০৯ ৩০৮৪৩২ দেয়। প্রতারকটি যখন ফোন করে এসব কথা বলে তখন আমি একটি কাজে ভৈরবে অবস্থান করছিলাম। আমি প্রতারণার বিষয়টি বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ভৈরবের একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেওয়া নাম্বারে ২১০০ টাকা পাঠিয়ে দেই। এরপর থেকেই নাম্বারটি বন্ধ রয়েছে।’

এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হবে বলেন বলে জানান রানা ভুইয়া। সূত্র: সিলেটভিউ






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *