Main Menu

গ্রিসে এক মানবপাচারকারী ও অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক:
পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরে শনিবার সড়ক দুর্ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী ও একজন মানবপাচারকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ৷

এ ঘটনায় আরো ১২ জন অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছেন৷ নিহত দু’জন পাকিস্তানের নাগরিক৷

বার্তা সংস্থা এপি জানায়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি গাড়িটি গ্রিসের পশ্চিমাঞ্চল থেকে যাত্রা করে দেশটির থেসালোনিকি শহরের দিকে আসছিল৷ এসময় থেসালোনিকি শহরের একটি চেকপয়েন্টে কর্তব্যরত পুলিশ সন্দেহবশত গাড়িটিকে থামার নির্দেশ দেয়৷

কিন্তু পুলিশের নির্দেশের তোয়াক্কা না করে গাড়িটি গতি বাড়িয়ে দিলে পুলিশ গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করে৷ এসময় প্রায় ৫০ কিলোমিটার পথ গাড়িটিকে ধাওয়া করে পুলিশ৷ এক পর্যায়ে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি সুরক্ষা দেয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন৷

পুলিশের দাবি, নিহত গাড়ি চালক ডাকাতি ও মানবপাচারে জড়িত থাকার অপরাধে সাজাপ্রাপ্ত৷

আহতদের মধ্যে নয়জন পাকিস্তানের এবং তিনজন আফগানিস্তানের নাগরিক বলে জানা গেছে৷

গাড়িটি তারা চুরি করে নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *