লেবাননে দুই মানবপাচারকারীসহ ২৩ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক:
সাগরের মাধ্যমে সাইপ্রাস ত্যাগে যাত্রাকালে ২ মানবপাচারকারী এবং ২৩ জন অবৈধ অভিবাসীকে উত্তর লেবানন থেকে আটক করা হয়েছে। আটক অভিবাসীরা সিরিয়ান জাতীয়তার। লেবাননে জাতীয় নিউজ স্বংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মানবপাচারকারীরা রাতের বেলায় অভিবাসীদের সাইপ্রাস থেকে উত্তরের শহর ত্রিপৌলি পৌছে দেয়। বিনিময়ে প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ৩ হাজার মার্কিন ডলার নিয়ে আসছিল। এমন খবরে অভিযান চালিয়ে দুই মানবপাচারকারী সহ ২৩ অভিবাসীকে আটক করা হয়।
আটক মানবপাচারকারী এবং অভিবাসীদেরকে আইনি এবং তদন্ত প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় স্বংস্থার কাছে পাঠানো হয়েছে।
লেবানন অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে পড়ার কারনে কিছু মানুষকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করছে। সম্প্রতি ত্রিপোলি উপকূলে নৌকায় করে আসা কয়েক ডজন লেবানন এবং সিরিয়ান অভিবাসী ডুবে যায়। লেবানন আর্মি ৪৫ জনকে উদ্ধার করলেও, বাকিদের অনুসন্ধান এখনও চলছে।
Related News

গ্রিসে সন্দেহভাজন ৬ মানব পাচারকারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: গ্রিসে সন্দেহভাজন ৬ মানব পাচারকারী গ্রেপ্তার। উত্তর-পূর্ব গ্রিসে শনিবার পাঁচটি পৃথক অভিযানে ছয়Read More

৬ মাসের বেশি বাইরে থাকলে প্রবাসীর ভিসা বাজেয়াপ্ত করবে কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক: ৬ মাসের বেশি বাইরে থাকলে প্রবাসীর ভিসা বাজেয়াপ্ত করবে কুয়েত। রেসিডেন্সি আইন অনুযায়ীRead More