Main Menu

কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার আন্দালিব

নিউজ ডেস্ক:
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্বে এলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সন্তান আন্দালিব ইলিয়াস। মিশনপ্রধান হিসেবে এটাই তার প্রথম দায়িত্ব।

মঙ্গলবার (৫ এপ্রিল) থেকেই মিশনপ্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

অপরদিকে, বিদায় নিলেন এই চেয়ারে দায়িত্বে থাকা তৌফিক হাসান। তিনি গত সাড়ে চার বছর কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে আন্দালিব ইলিয়াস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে ‘ডিজি’ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে প্রয়োজনে জেনেভা, ফিলিপাইনস, নিউইয়র্ক, বেলজিয়ামের মতো দেশের সংশ্লিষ্ট বাংলাদেশ হাইকমিশনে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছেন।

মিশনপ্রধান হিসেবে আন্দালিব বলেন, কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঐতিহ্যবাহী কূটনৈতিক দপ্তর হিসেবে গুরুত্বপূর্ণ। এই মিশনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা এই ভবনে উঠেছিল। দুই বাংলার সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্য সব এক। ফলে এখানের দায়িত্বে থাকা সকল কর্মকর্তা-কর্মচারীর কাছেই এক আলাদা অনুভুতি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *