যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে ২০ হাজার ইউক্রেনীয় শরণার্থী
নিউজ ডেস্ক:
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনটাই দেখা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে। মানবিক সহায়তা প্রদান, ইউক্রেন সরকারের সঙ্গে সংহতি এবং রাশিয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সামনের কাতারেই তার অবস্থান। তবে তার পরিকল্পনায় একটি বিষয়ের অনুপস্থিতি লক্ষ্যণীয়। সেটি হচ্ছে ইউক্রেন থেকে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয়ের বিষয়টি। তাদের দাবি, ইউক্রেন থেকে কারা যুক্তরাজ্যে ঢুকছে, তা পরখ করে দেখা জরুরি।
শুক্রবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থীকে পারিবারিক ভিসা দিয়েছে যুক্তরাজ্য।
চলতি মাসের শুরুতে ইউক্রেনীয়দের জন্য পারিবারিক ভিসা প্রকল্প চালু করে বরিসের প্রশাসন। এর আওতায় এখন পর্যন্ত সাড়ে ৩৫ হাজার আবেদন পড়েছে বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদনে।
এখন পর্যন্ত ২০ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। মলদোভার মতো ভঙ্গুর অর্থনীতির দেশও তিন লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সে তুলনায় যুক্তরাজ্যের শরণার্থীর নেওয়ার হার অনেকটাই কম।
সূত্র: বিবিসি
Related News
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগে চলতি বছরেরRead More