বইতে হবে না, দেশে ফিরে জমজমের পানি পাবেন হাজীরা
নিউজ ডেস্ক:
প্রতিবছর হজ ও ওমরাহ শেষে বিভিন্ন দেশের লাখো মুসলমান জমজমের পানি সংগ্রহ করলেও এবার পাসপোর্ট ছাড়া পানি পাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরবের এভিয়েশন কর্তৃপক্ষ। তাও ওই পানি হাজিরা হাতে পাবেন দেশে ফেরার পর।
সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এবার থেকে পবিত্র জমজমের পানি হাজীদের মক্কা থেকে বহন করে আনতে হবে না। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষই বিমানবন্দরে হাজীদের জমজমের পানি সংরক্ষণের ব্যবস্থা করবেন। সেখান থেকেই সোজা বিমানে উঠবে জমজমের পানি। হাজীরা ওই পানির বোতল পাবেন দেশে ফেরার পর।
সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জমজমের পানি নিতে ধর্মপ্রাণ মুসলমানদের অনেক সময় দালালদের খপ্পরে পড়তে হয়। অবৈধ পানি বিক্রেতারা এই পানির সঙ্গে সাধারণ পানি মিশিয়ে অতিরিক্ত দামে তা বিক্রি করেন। আর তাই দেশটির বিমানবন্দরগুলোতে জমজমের পানি বিক্রি বন্ধ করতে বাদশা আবদুল্লাহর গ্রহণ করা প্রকল্পের অধীনে ন্যাশনাল ওয়াটার কোম্পানি এ ব্যবস্থা চালু করেছে। প্রতিষ্ঠানটি জমজমের প্যাকেটজাত পানি সরবরাহ বন্ধ করারও ব্যবস্থা শুরু করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের এভিয়েশন কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী হজ ও ওমরাহযাত্রীরা দেশে আসার সময় সঙ্গে নয় রিয়েলে পাঁচ লিটারের বোতলজাত পানি নিতে পারবেন। আর এজন্য তাঁদের পাসপোর্ট দেখাতে হবে। প্রতি পাসপোর্টে একজন ব্যক্তি এক বোতল পানি সঙ্গে নিতে পারবেন। এর আগে, একজন হজযাত্রী ১০ লিটার করে পানি সংগ্রহ করতে পারতেন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More