Main Menu

কিয়েভসহ ৪ শহরে রাশিয়ার অস্ত্রবিরতি ঘোষণা

নিউজ ডেস্ক:
ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রায় দুই সপ্তাহ পর দেশটির চারটি শহরে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরগুলো হলো রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি। পাশাপাশি এসব শহরে মানবিক করিডোর চালুর ঘোষণাও দিয়েছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধ এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইউক্রেনের চারটি শহরে মানবিক করিডোর খোলা হচ্ছে ।

এদিকে সোমবার তৃতীয়বারের মতো দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। ইউক্রেনের বেশ কিছু শহরে নতুন করে সংঘাতে হতাহত ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া গেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *