Main Menu

স্পেনের মেলিলায় রেকর্ড অভিবাসী ঢল

ডেস্ক রিপোর্ট:
গত দুইদিনে হাজারো অভিবাসী স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা চালিয়েছেন৷ এরমধ্যে প্রায় ৯০০ জন সফল হয়েছেন৷ ঝুঁকিপূর্ণ উপায়ে সীমান্ত পার হতে গিয়ে আহত হয়েছেন অনেকে৷ অভিবাসীদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও৷

সরকারি পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১২০০ অভিবাসী মেলিলা সীমান্তের কাছে অবস্থান নেন৷ তার আগের দিনে জড়ো হন দুই হাজার ৫০০ জন৷ স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্প্যানিশ ছিটমহলটিতে একসঙ্গে এত অভিবাসী এর আগে কখনও ঢোকার চেষ্টা করেনি৷

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ছয়টা নাগাদ অভিবাসীদের বড় একটি দলকে সীমান্ত বেড়ার কাছে দেখতে পান স্প্যানিশ পুলিশ৷ ‘‘সাতটা ২৫ মিনিটের দিকে তারা মরক্কোর নিরাপত্তা বাহিনীকে অতিক্রম করে বেড়া পার হতে শুরু করেন…তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন এবং হুক ও লাঠি ব্যবহার করেন৷’’ সেসময় ৩৮০ জন একসঙ্গে সীমান্ত অতিক্রম করেন বলে জানান তিনি৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, স্পেনের গার্ডিয়া সিভিল পুলিশের চারজন সদস্য এই ঘটনায় আহত হয়েছেন৷

এর আগে বুধবার সকালে রেকর্ড দুই হাজার ৫০০ অভিবাসী একসঙ্গে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন৷ সফল হন ৪৯১ জন৷ স্প্যানিশ সরকারের মেলিলা প্রতিনিধি সাবরিনা মোহ স্থানীয় রেডিও স্টেশন কাদেনা কোপেকে বলেন, দুই হাজারের বেশি অভিবাসী সীমান্ত অতিক্রমের এই প্রচেষ্টায় তারা বিস্মিত৷ স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে অভিবাসীদের সঙ্গে মরক্কোর সীমান্তরক্ষী বাহিনীর সহিংসতা ঘটনা ঘটেছে৷ এতে ২০ অভিবাসী ও স্প্যানিশ সিভিল গার্ডের ১৬ জন আহত হয়েছেন৷ অভিবাসীরা দুই স্তর বিশিষ্ট ২০ ফুট উঁচু বেড়া পার হওয়ার জন্য জুতার সঙ্গে বিশেষ স্ক্র লাগিয়ে নেন৷

বুধবার সীমান্ত পেরোতে সক্ষম হয়েছেন ৪৯১ জন৷ অনলাইনে কোপের পোস্ট করা এক ভিডিওতে ছিটমহলটিতে প্রবেশ করাদের উল্লাস করতে দেখা যায়৷

দারিদ্র্য ও সহিংসতা থেকে নিস্তার পেতে স্পেনের ৮৫ হাজার বাসিন্দার মেলিলা ও অন্য ছিটমহল সেউটাতে বিভিন্ন সময়ে প্রবেশের চেষ্টা করে আসছেন উত্তর আফ্রিকার মানুষ৷ সফল হলে সেখান থেকে স্পেনের মূল ভূখণ্ড বা ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন তারা৷

স্পেনের অধীনে থাকলেও ছিটমহল দুইটিকে নিজেদের বলে দাবি করে আসছে মরক্কো৷ এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের বিরোধ চলছে৷ গত বছর শুধু মেলিলাতে অনিয়মিত উপায়ে এক হাজার ৯২ অভিবাসী প্রবেশ করেছেন৷ সেউটাতে আসেন আরো কয়েক হাজার৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *