সিলেট আসছেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী

নিউজ ডেস্ক:
শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি আওলাদে রাসূল মাওলানা মাহমুদ আসআদ মাদানী সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী বিমানযোগে সিলেট আগমন করবেন এবং দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন। ওইদিন রাতেই ঢাকা ফিরবেন তিনি।
পরদিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেবেন জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী।
Related News

স্বামী-স্ত্রী পরস্পরকে কীভাবে ডাকবেন?
নাঈমুল হাসান তানযীম, অতিথি লেখক: স্বামী-স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ। জীবন চলার সারথি। দুজনের ওপরই দুজনেরRead More

দরুদ পাঠে গুরুত্ব দেবেন যে কারণে
মুফতি আইয়ুব নাদীম, অতিথি লেখক: মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন প্রিয় নবী হজরত মুহাম্মদRead More