সিলেট আসছেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী
নিউজ ডেস্ক:
শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি আওলাদে রাসূল মাওলানা মাহমুদ আসআদ মাদানী সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী বিমানযোগে সিলেট আগমন করবেন এবং দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন। ওইদিন রাতেই ঢাকা ফিরবেন তিনি।
পরদিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেবেন জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী।
Related News
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে বিপদ-আপদে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, সহযোগিতায় এগিয়েRead More
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র গ্রন্থ আলRead More