সিলেট আসছেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী
নিউজ ডেস্ক:
শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি আওলাদে রাসূল মাওলানা মাহমুদ আসআদ মাদানী সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী বিমানযোগে সিলেট আগমন করবেন এবং দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করবেন। ওইদিন রাতেই ঢাকা ফিরবেন তিনি।
পরদিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেবেন জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More