মালদ্বীপ হাইকমিশনের উদ্যোগে দেশে এল প্রবাসী বাংলাদেশির মরদেহ
নিউজ ডেস্ক:
মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় অনিয়মিত মালদ্বীপ প্রবাসী সেলিম ভূঁইয়ার মরদেহ দেশ পাঠানো হয়েছে।
গতকাল (২৩ই জানুয়ারি) সকালে মালদ্বীভিয়ান এয়ার লাইন্সের Q255 ফ্লাইটে মৃতদেহ বাংলাদেশ পাঠানো হয়েছে ।
মালদ্বীপ প্রবাসী মো, সেলিম ভূঁইয়া গত ১৮ই জানুয়ারি হঠাৎ করেই অসুস্থতা অনুভব করার পর অবস্থার অবনতি হলে সহকর্মীদের সহযোগিতায় হুলেমালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম ভূঁইয়া বিগত পাঁচ বছর ধরে অনিয়মিতভাবে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে কর্মরত ছিলেন। মৃত মো. সেলিম ভূঁইয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সেকের হাট গ্ৰামে। তিনি মোহাম্মদ আলী ভুঁইয়া ও জাহানারা বেগম এর ২য় সন্তান। মৃত সেলিম ভূঁইয়ার স্ত্রী এবং দুটি কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে মালদ্বীপস্থ বাংলাাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ বলেন, মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রচেষ্টায় তার মরদেহ আজ দেশে পাঠানো হয়েছে।
Related News
বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়লের হ্যাপি নিউ ইয়ার উদযাপন কমিটির জরুরি সভা
বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়লের হ্যাপি নিউ ইয়ার উদযাপন কমিটির জরুরি সভা ‘বিদেশি সংস্কৃতির অবসান এবংRead More
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি ও সৈয়দ ইয়াহিয়াকেRead More