স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক:
স্লোভেনিয়া সীমান্তের ড্ৰাগোনিয়া উপত্যকা অঞ্চল থেকে সুজন মিয়া নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
অভিবাসন প্রত্যাশী সুজন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। তার বয়স হয়েছিল ৩১ বছর।
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এক সপ্তাহ আগে ক্রোয়েশিয়া সংলগ্ন স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকা ড্ৰাগোনিয়ায় সুজন মারা যান। ভিয়েনা দূতাবাস স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে। পরে দূতাবাস জানতে পারে, অতিরিক্ত ঠাণ্ডায় সুজনের মৃত্যু হয়েছে। সুজনের মরদেহ স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পিরানের একটি মর্গে রাখা হয়েছে। বাংলাদেশে স্বজনদের সঙ্গে আলোচনার পর তার মরদেহ কি করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
Related News

ইতালি প্রবাসী কবি দেলোয়ার মোহাম্মদ আর নেই
নিউজ ডেস্ক: ইতালি প্রবাসী কবি ও সংগঠক দেলোয়ার মোহাম্মদ আর নেই । ইন্না লিল্লাহি ওয়াRead More

সৌদিতে দুর্ঘটনায় সিলেটের কবিরসহ ৩ বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবারRead More