Main Menu

বিয়ের চারদিন যে সুখবর দিলেন ভিকি

বিনোদন ডেস্ক:
শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত ৯ ডিসেম্বর রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে অনুষ্ঠিত হয় তাদের জমকালো বিয়ের আয়োজন। এখনো সেই বিয়ের রেশ কাটেনি।

এরই মধ্যে একটি সুখবর দিলেন ভিকি কৌশল। বিয়ের চারদিনের মাথায় ভিকি জানালেন তার নতুন সিনেমার খবর। একইসঙ্গে পরিচয় করালেন সিনেমায় তার নায়িকাদের সঙ্গেও।

সিনেমার নাম ‘সাম বাহাদুর’। এটি নির্মাণ করবেন মেঘনা গুলজার। সোমবার (১৩ ডিসেম্বর) তার জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে ভিকি শেয়ার করলেন নায়িকা ও পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি। যেখানে তার সঙ্গে মেঘনার পাশাপাশি আছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ।

ভিকি বলেন, ‘এটা অত্যন্ত বিশেষ দিন, কারণ আমাদের পরিচালক মেঘনা গুলজারের জন্মদিন। এবং আমাদের প্রধান নারী চরিত্রগুলোকে স্বাগতম।’

এই সিনেমায় ফিল্ড মার্শাল সাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তার স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে সানিয়া মালহোত্রা ও ইন্দিরা গান্ধীর চরিত্রে থাকছেন ফতিমা সানা শেখ।

সিনেমাটি প্রসঙ্গে মেঘনা গুলজার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার অনেক কিছু উদযাপন করার ছিল। ১৯৭১-এর যুদ্ধের এটা পঞ্চাশতম বছর। সানিয়া ও ফতিমাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড।’

অন্যদিকে সানিয়া লিখেছেন, ‘প্রত্যেক প্রতিষ্ঠিত পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। এই চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।’

ফতিমা লিখেছেন, ‘একজন নারী যিনি সাহস ও শক্তির অন্যতম সংজ্ঞা। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।’


Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *