Main Menu

বিলেতে অবৈধ নেশা খোরদের প্রতি হুঁশিয়ারি, পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত

অবৈধ নেশা খোর
বিদেশবার্তা২৪.কম ডেস্ক:
বিলেতে  অবৈধ নেশা খোরদের প্রতি হুঁশিয়ারি, পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত

যাহারা বিলেতে ড্রাগ এর ব্যবসা করবে অবৈধ ভাবে তাহাদের প্রতি সরকারের কঠোর মনোভাব , প্রধানমন্ত্রী  বরিস জনসন  বলেছেন যাহারা নেশা করছেন তাহারা মানবতার শত্রু এরা সমাজ কে ধ্বংস করছে সাথে সাথে কষ্ট তে ফেলছে আপন জনদের কে , তাই এখন সময় এসেছে তাহাদের বিরুদ্ধে পদক্ষেপ্প নেবার , তাহাদের জন্য দরদ দেখাবার আর সময় নেই তাই – তাহাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করবে , তাহাদের জন্য এন এইচ এস এর চিকিতসা সেবা বন্ধ করবে এবং প্রয়োজনে তাহাদের ফেরত পাঠানো হবে যার যার দেশে – তাহাদের ড্রাইভিং লাইসেন্স সহ নানা সুজুগ সুবিদা একেবারে বন্ধ করবে বলে জানিয়েছেন জনাব জনসন , তিনি ড্রাগ ইউজারস ও ব্যবসায়িদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এদের কোথা ও লোকাবার স্তান নাই এই ব্রিটেনে , তিনি ১০ বৎসরের একটি প্লান এর বক্তব্যে বলেন আমরা শুধু তাহাদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স ই জব্দ করবনা তাহাদের প্রয়োজনে নির্বাসনে ও পাঠাব নির্জন এলাকায় , নেশা খোর যাহারা তাহারা যাহাতে পালাতে না পারে সেই জন্য পুলিশ কে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে ও বাঁধা থাকবেনা বলে জানিয়েছেন , এখন সামাজিক ভাবে ও তাহাদের প্রতিরোধে পদক্ষেপ নেয়া জরুরি ।

অবৈধ নেশা

এই নেশার খপ্পরে আমাদের বাংলাদেশী সমাজের অনেকেই এখন প্রায় দিশে হারা , অনেক পরিবারের একমাত্র অশান্তি হচ্ছে এই নেশা – ছেলে মেয়েরা নেশায় আসক্ত হয়ে ধুকে ধুকে মরছে ও মারছে পরিবার পরিজন কে । সরকারের এই কঠোর পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের জনগন – স্মলহিথের ব্যবসায়ী জনাব মুকদ্দিম চৌধুরী পাসপোর্ট বাজেয়াপ্তের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়ে বলেন আরও আগে তা করা উচিত ছিল , মাসজিদের ইমাম জনাব হানিফ সাহেব সরকার কে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা এই সব পদক্ষেপ কে সাদরে স্বাগত জানাব , একাউন্টেন্ট লতিফ মাসুদ সাহেব শুকরিয়া আদায় করে বলেন এই আইনের ফলে সমাজে সামান্য হলে ও সুস্ততা আসবে ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *