ল্যাম্পেডুসা দ্বীপ থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করল ইতালি
নিউজ ডেস্ক:
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপ থেকে ২১১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। শুক্রবার তাদের একটি জাহাজ তাদের উদ্ধার করে।
কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, অভিবাসীদের ল্যাম্পেডুসার দক্ষিণে প্রায় ২৮ কিমি (১৭ মাইল) দূরে একটি মাছ ধরার নৌকায় আটক করা হয়। এসব অভিবাসীরা পানিতে ডুবন্ত অবস্থায় সাহায্য চাইলে তাদের উদ্ধার করা হয়।
প্রতিকূল আবহাওয়া এবং সমুদ্রের উত্তাল ঢেউয়ে বিপজ্জনক অবস্থা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, অভিবাসীদের একজনকে মানব পাচারকারী সন্দেহে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ইতালির দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলে রবিবারের নৌকাডু্বির ঘটনায় কমপক্ষে ৬৮জন অভিবাসী মারা গেছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
ইতালীয় প্রসিকিউটররা ঘটনাটি খতিয়ে দেখছেন, একটি বিতর্কের মধ্যে যে কোস্টগার্ড এবং পুলিশ এই ট্র্যাজেডি প্রতিরোধে আরও কিছু করতে পারত কিনা।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More