এজিয়ান সাগরে নৌকাডুবি, দুই অভিবাসীর মরদেহ উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ কস-এ অভিবাসীবাহি নৌকাডুবির ঘটনায় অন্তত দুই অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০ অভিবাসী ছিল বলে নিশ্চিত করেছে এথেন্স কর্তৃপক্ষ।
এর আগে চলতি সপ্তাহে তুরস্ক থেকে যাত্রা করা একটি অভিবাসী নৌকা এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইতালি উপকূলে ডুবে যায়। এতে অন্তত ৬৭ জন নিহত হয়।
গ্রিসের উপকূলরক্ষীরা জানিয়েছেন, বুধবার প্রায় ৩০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন পুরুষ ও একজন নারী অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাদের বহনকারী নৌকাটিতে ২৭ জন লোক ছিল। অর্থাৎ আরও একজন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে।
এদিকে গ্রিক কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি জাহাজ এবং দুটি বিমানের সহায়তায় অন্য সম্ভাব্য জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বেচেঁ যাওয়া এবং নিহত অভিবাসীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রিক কর্তৃপক্ষের মতে, অভিবাসীদের বহনকারী নৌকাটি কোস দ্বীপের কাছে আসলে একটি থার্মাল ক্যামেরার মাধ্যমে এটির অবস্থান সনাক্ত করা হয়েছিল। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে তদন্তের জন্য একটি টহল জাহাজ পাঠানো হয়েছিল। কিন্তু টহল জাহাজ ঘটনাস্থলে গিয়ে অভিবাসী নৌকাটিকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পায়। সাগরের প্রচণ্ড ঢেউয়ের কারণে এটি ঘটতে পারে।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More