দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বিদেশবার্তা২৪ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় মানিক আজম সজল (৪৩) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গরা। গত বুধবার সজলের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করার সময় সন্ত্রাসীরা গুলি চালালে তিনি নিহত হন।
সজলের মৃত্যুর খবরটি জানান দক্ষিণ আফ্রিকায় কর্মরত তার ভাই ফয়সাল সজীব। সজল দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের মোহসেন হাজীবাড়ির নূরুল আমিনের ছেলে। তার লাশ সোমবার দেশে আসার কথা রয়েছে।
জানা যায়, ১৮ বছর ধরে সজল দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেটের ব্রুমফান্টের বুসাবিলা এলাকায় ব্যবসা করে আসছিলেন। তিনি ওই এলাকার কমিউনিটির নেতা। কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা গত বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সজলের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে লুটপাট চালায়। তিনি লুটপাটে বাধা দিলে সন্ত্রাসারী গুলি করে হত্যা করে।
সজলের মা কহিনূর বেগম জানান, সজলের দোকানের কর্মচারী অর্থ আত্মসাৎ করে। পড়ে তার সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি বুসাবিলা এলাকার বাঙালি কমিউনিটির লোকজন মীমাংসা করেন। কর্মচারীকে ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও ১০ হাজার টাকা কম দিয়ে বাকি টাকা দিয়েছে।
সজলের মায়ের দাবি দোকান কর্মচারী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী ভাড়া করে তার ছেলেকে হত্যা করেছে। তিনি তার ছেলের হত্যার রহস্য উদঘাটনের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে দাবি জানান।
এর আগে গত সপ্তাহে দাগনভূঞার দুইজনসহ জেলার পাঁচজন দক্ষিণ আফ্রিকার বিমানবন্দর কেপটাউনে যাওয়ার সময় লরিচাপায় নিহত হন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More