শাহজালালে ১২০টি স্বর্ণের বারসহ বাসচালক আটক

বিদেশবার্তা২৪ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২০টি স্বর্ণের বারসহ মো. হারুনুর রশীদ (৩৯) নামে এক বাসচালককে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। সেই সাথে বাসটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিমানবন্দরের ২১নং গেটসংলগ্ন এপ্রোন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাসচালক একটি বেসরকারি এয়ারলাইনসের এমটি অপারেটর, এপ্রোন হিসেবে কর্মরত। তার বাড়ি গাজীপুর জেলার তুরাগ থানাধীন বাউনিয়া বাজার রোডে।
জব্দ হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১৩ কোটি ৫০ লাখ টাকা।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানায়, দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড একটি ফ্লাইটে সক্রিয় রয়েছে স্বর্ণ চোরাচালান চক্র। যাত্রীদের বিমান হতে টার্মিনাল পর্যন্ত আনা-নেওয়া বাস এবং কারে স্বর্ণের বার পাচার করবে চক্রটি।
কাস্টমস গোয়েন্দাদের কাছে আসা এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি দল বিমানবন্দরের ২১নং গেট এবং তৎসংলগ্ন এপ্রোন এলাকায় সতর্ক অবস্থান নেয়।
বাস এবং কার হতে যাত্রীরা নেমে যাওয়ার পর পর তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন তারা। এক পর্যায়ে একটি বাসচালক মো. হারুনুর রশীদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হারুনুর রশীদ স্বর্ণ লুকিয়ে রাখা স্থানটি শনাক্ত করেন। পরে সেখান থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে সব মিলিয়ে ১২০টি স্বর্ণের বার ছিল, যার প্রতিটি ১১৬ গ্রাম করে মোট ওজন ১৩ হাজার ৯৯০ গ্রাম। সবগুলো বারই ২৪ ক্যারেটের।
কাস্টমস সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া এসব স্বর্ণের বার বিমান বন্দরের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। জব্দ হওয়া বাসটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিকট জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা অন্যান্য আলামত বিমানবন্দর থানায় জমা প্রদান করা হয়েছে।
Related News

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More

বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More