Main Menu

স্লোভেনিয়ায় ২০২২ সালে অনিয়মিত অভিবাসী বেড়েছে তিনগুণ

নিউজ ডেস্ক:
ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ২০২২ সালে অভিবাসী এবং শরণার্থীদের আগমন উল্লেখযোগ্যহারে বেড়েছে৷ দেশটির জাতীয় পুলিশের পরিসংখ্যান অনুসারে, গত বছর ৩২ হাজারের বেশি মানুষ অনিয়মিতভাবে দেশটিতে প্রবেশ করেছেন৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় তিনগুণ বেশি৷

স্লোভেনিয়ার কেন্দ্রীয় পুলিশ প্রশাসনের প্রকাশ করা পরিসংখ্যানে বলা হয়েছে, ভিসা ছাড়া দেশটিতে আটকে পড়া অভিবাসী এবং শরণার্থীদের সংখ্যা ৩২ হাজারের বেশি৷ আটকানো হয়েছে এমন অভিবাসীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ ২০২১ সালে মোট ১০ হাজার ১৯৮ জনকে আটকানো হয়েছিল৷

আটক হওয়া অভিবাসীদের অধিকাংশই আফগানিস্তান, ভারত, বুরুন্ডি এবং কিউবার নাগরিক৷ বুরুন্ডি এবং কিউবার নাগরিকদের ক্ষেত্রে বিষয়টি সহজ হয়েছে সার্বিয়ার ভিসা নীতির কারণে৷ তারা সরাসরি সার্বিয়া এসে বলকান রুট বরাবর উত্তর দিকে পাড়ি দিতে পারে৷

দেশটির কোপার শহরের কাছে সীমান্ত এলাকায় অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে অননুমোদিত প্রবেশের প্রচেষ্টা ৫৫ ভাগেরও বেশি বেড়েছে বলে পুলিশ জানিয়েছে৷ শহরটি ভূমধ্যসাগরীয় উপকূলে ক্রোয়েশিয়া এবং ইতালির মাঝে অবস্থিত৷ বলকান হয়ে পশ্চিম ইউরোপে যাওয়ার আশায় অনেক অভিবাসী এবং শরণার্থী ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া থেকে ইটালিতে যাওয়ার চেষ্টা করেন৷

স্লোভেনিয়ায়, আন্তর্জাতিক সুরক্ষার জন্য অনুরোধের সংখ্যাও গত বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷ যা প্রায় ৪৫০ ভাগের বেশি৷ ২০২১ সালে পাঁচ হাজার ৬৫০ থেকে ২০২২ সালে সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০০৷

স্লোভেনিয়ায় অস্থায়ী আন্তর্জাতিক সুরক্ষার অনুরোধকারীদের মধ্যে, রাশিয়ান এবং ইউক্রেনীয়দের সংখ্যাটাও উল্লেখযোগ্য৷ ২০২২ সালে প্রায় সাত হাজার ৬০০টি অনুরোধ এসেছে এই দুই দেশের নাগরিকদের কাছ থেকে৷

সাম্প্রতিক মাসগুলিতে, স্লোভেনিয়া কর্তৃপক্ষ দেখেছে অনুমতি ছাড়াই দেশে প্রবেশের চেষ্টা করছে এমন রুশ নাগরিকের সংখ্যা বেড়েছে৷ পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার জন্য জোর করে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে রাশিয়ায় ৷ সেটি এড়াতেই সম্ভবত এই প্রচেষ্টা৷ সূত্র:ইনফোমাইগ্রান্টস।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *