ইতমারনা অ্যাপের মাধ্যমে ওমরাহর বুকিং শুরু
নিউজ ডেস্ক:
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রনালয় ইতমারনা অ্যাপের মাধ্যমে দেশি ও বিদেশি মুসলিমদের কাছ থেকে ওমরাহ বুকিং শুরু করেছে।
আগামী ৩০ জুলাই থেকে হজ পরবর্তী ওমরাহ মৌসুম শুরু হবে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, কোনোভাইরাসে সংক্রমিত হয়েছেন বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বলে প্রমাণিত ব্যক্তির জারি করা পারমিট বাতিল করা হবে। এই নির্দেশটি ওমরাহ পারমিট প্রদানের পাশাপাশি মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্যও প্রযোজ্য হবে।
এছাড়া কাবা প্রাঙ্গণে অবস্থানকালে মাস্ক পরে থাকতে হবে। অনুমোদিত কোনো অতিরিক্ত ব্যাগ বা লাগেজ বহন করা যাবে না।
২০২২ সালে ওমরাহ পালনে ইচ্ছুক সব বিদেশিকে ইতমারনা অ্যাপে নিজেদের নাম ও আনুষঙ্গিক তথ্য নিবন্ধন করতে হবে। সৌদি সরকারের বক্তব্য অনুযায়ী, ওমরাহর জন্য ভিসা লাভের ক্ষেত্রে প্রাথমিক শর্ত হিসেবে কাজ করবে এটি।
এছাড়া ওমরাহর জন্য ভিসা প্রত্যাশীদের একটি ওয়েবসাইটের ঠিকানাও দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ভিসা পেতে হলে কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা https://haj. gov.sa/ar/InternalPages/Umrah এই ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
নতুন ইতমারনা অ্যাপে ভিসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত নির্দেশনার পাশাপাশি যাত্রীদের কী কী স্বাস্থ্যসেবা দেওয়া হবে তার সংক্ষিপ্ত বিবরণ ও এ সংক্রান্ত সৌদি সরকারের বিভিন্ন শর্তও অন্তর্ভূক্ত করা হয়েছে
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More