Main Menu

সফল না ব্যর্থ জনগনই বলবে: অধ্যাপক রফিকুর রহমান

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সফল না ব্যর্থ জনগনই বলবে: অধ্যাপক রফিকুর রহমান। আমি সফল না ব্যর্থ তা জনগন বলবে , আমাকে ৩ বার ওরাই নির্বাচিত করেছে , আমি চাই আমার এলাকাকে উন্নত করতে নাগরিকদের সকল সুজুগ সুবিদা দিতে , ধলাই বাঁধ আমার কাছে প্রথম এর পরে আমার এলাকায় যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গুষ্টি রয়েছে তাহাদের উন্নয়নের জন্য বাস্তব ভিত্তিক ভুমিকা এবং বেকার দের কর্ম সংস্তান করা।  এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি , আমাকে সহযোগিতা করুন এবং আপনাদের পরামর্শ দিয়ে দেশ সেবায় অংশ নিন।

এই কথাগুলা বলছিলেন আমাকে অধ্যাপক জনাব রফিকুর রাহমান সাহেব – বারমিংহামের পানসী রেস্টুরেন্টে কমলগঞ্জ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুস্টানের সময় বিদেশ বার্তা ২৪ এর সাথে আলাপ চারিতায় তিনি এই কথা গুলা ব্যক্ত করেন।  বিদেশ বার্তার পক্ষ থেকে আলাপচারিতায় তিনি বেশ খোলা মেলা কথা বলেন।  তিনি বলেন এখন সময়ের তালে প্রযুক্তির ব্যবহার বেড়েছে , আমাদের উচিত সেই সব প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনগনের উন্নতি সাধন করা।  জনাব অধ্যাপক রফিকুর রাহমান সাহেবের সংবর্ধনা সভায় সকল মহলের উপস্তিতি ছিল লক্ষনীয়। জাতীয় পার্টি – জাসদ – সহ আওয়ামীলীগ ছাত্র লীগ ও তাহাদের অংগসঙ্ঘতনের সবাই ছিলেন উপস্তিত , এতে কমিউনিটির গন্যমান্য রা ও উপস্তিত ছিলেন।  বিদেশবার্তা২৪ এর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানালে তিনি এর সাফল্য কামনা করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *