শারজায় বিমানের অফিসের উদ্বোধন

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের শারজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৬ জানুয়ারি ২০২২ থেকে আমিরাতের শারজাহ-চট্টগ্রাম-ঢাকা এবং পরবর্তীতে সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু হওয়ার পর এবার শারজায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস উদ্বোধন করা হয়।
গত ২৫ মার্চ (শুক্রবার) প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল রোলা বাংলা বাজারে জনতা ব্যাংকের বিপরীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন দেশটির বাণিজ্য নগরী দুবাই ও উত্তর আমিরাতের বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, আবুধাবির রিজিওনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন, জনতা ব্যাংকের ম্যানেজার শওকত আকবর ভূইয়া, শারজাহ এয়ারপোর্টের বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার জাকির, সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, দুবাই স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিমানের দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তারা।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More