প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাল অস্ট্রেলিয়ার উইমেনস কাউন্সিল

নিউজ ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে অস্ট্রেলিয়ার উইমেনস কাউন্সিল। একইসাথে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের।
এতে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার প্রবাসীরা ছাড়াও মূলধারার রাজনীতির সরকারি ও বিরোধীদলের নেতাকর্মীরা ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেনস কাউন্সিলের সভাপতি ও স্থানীয় সিটি কর্পোরেশনের সদ্য-নির্বাচিত কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও পরবর্তীতে দেশটির নানান উন্নয়নমূলক কাজের তালিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম, স্থানীয় আদিবাসী নেতা ফিল দত্তি, সংসদ সদস্য ও মন্ত্রী ডেভিড কোলম্যান, কাজী শ্রাবন্তী, জাহাঙ্গীর আলম, সপ্তক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সম্মাননার মঞ্চে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধারা যখন একাত্তরের সেইসব সংগ্রাম-মুখর উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করছিলেন তখন অডিটোরিয়াম-ভর্তি দর্শক করতালি দিয়ে তাদের সম্মানীত করছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সায়ান জামান, ফাইজুন নাহার পলি, ফাহাদ আসমার, শহিদুল ইসলাম, নিলুফা ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস ঊর্মি, অমিয়া মতিন, সাদিয়া জাহিদ ও পৃথিবী তিজওয়ার। নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More