Main Menu

প্রথমবারের মতো কানাডার উদ্দেশে ছেড়ে গেল বিমান

নিউজ ডেস্ক:
প্রথমবারের মতো বহুলপ্রত্যাশিত ঢাকা-টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট উদ্‌বোধন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফ্লাইটের উদ্‌বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, কানাডাপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ থেকে কানাডায় বিমানের সরাসরি ফ্লাইট চালু। সে লক্ষ্যে সব বিধিগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ প্রথম বারের মতো বহুল প্রত্যাশিত ঢাকা টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। বিমান তার বহরে থাকা অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে এ ফ্লাইট পরিচালনা করছে।

প্রতিমন্ত্রী বলেন, আরও কিছু কারিগরি কাজ সম্পন্ন করার পর আগামী জুন মাস থেকে বিমানের ঢাকা টরন্টো রুটে সপ্তাহে তিন দিন নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারব।

বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইট কানাডা প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে তিনি মন্তব্য করেন।

ফ্লাইটটি রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে। কানাডার স্থানীয় সময় ২৭ মার্চ সকাল সোয়া ৭টায় টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো কথা রয়েছে।

টরন্টো থেকে ফিরতি ফ্লাইট আগামী ২৯ মার্চ কানাডার স্থানীয় সময় সকাল ১০টায় যাত্রা শুরু করে ৩০ মার্চ বাংলাদেশের স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় ঢাকায় পৌঁছাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *