যুক্তরাজ্য প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক:
যুক্তরাজ্য প্রবাসীদের জন্য চালু হলো জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানেই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রম চালুর আড়াই মাসের মধ্যেই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বসিত যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার (৩০ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়। এসময় জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করেন হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।
হাইকমিশনার বলেন, ‘এনআইডি কার্ডের জন্য বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ এবং বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। প্রবাসীদের মধ্যে যাদের বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ নেই, তারা বাংলাদেশ হাই কমিশন লন্ডনের ওয়েবসাইটের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে তাদের বাংলাদেশের জন্ম-নিবন্ধন সনদ দেওয়া হবে, যার মাধ্যমে তারা হাই কমিশন থেকে ই-পাসপোর্ট এবং এনআইডি নিতে পারবেন।’
এসময় যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি ছাড়াও বিভিন্ন পেশায় কর্মরত সফল এবং মেধাবী নতুন প্রজন্মের বৃটিশ ও আইরিশ প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে অভিনন্দন জানান হাইকমিশনার ।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More