মালয়েশিয়ায় কার্গো জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
নিউজ ডেস্ক:
মালয়েশিয়ার যহুর রাজ্যের গেলাং পাতাহ’র তানজুং পেলেপাস বন্দরের কাছে একটি মালবাহী কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে মোহাম্মদ উজ্জ্বল মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য জানান ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) অপারেশন কমান্ডার সিনিয়র সহকারী ফায়ার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ খাইরি জয়নুদ্দিন।
বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি একটি জরুরি কল পেয়ে বিবিপি ইস্কান্দার পুতেরি ও বিবিপি স্কুদাই ওয়াটার রেসকিউ টিমের (পিপিডিএ) ২৪ জন সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে ঘটনাস্থলে ছুটে যান।
উজ্জ্বল মিয়া একজন এএলএস ক্লিভিয়া কার্গো জাহাজের স্টাফ লিফট শিপ কর্মী ছিলেন। হঠাৎ কাজ করার সময় প্রায় ছয় মিটার উচ্চতা থেকে সাগরে পড়ে যান। মালবাহী কার্গো জাহাজের বাম ও ডান দিকে ২৫ মিটার ব্যাসার্ধের ওই স্থানে পিপিডিএ’র দুই সদস্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেন। সাগরে উদ্ধার বাহিনী দলের জন্য বিপজ্জনক হওয়ায় বিকেল ৩টা ১৫ মিনিটে উদ্ধার অভিযান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তবে, বুধবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা শুরু করলেও বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাংলাদেশি শ্রমিকের সন্ধান পায়নি জাহাজ কর্তৃপক্ষ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More