বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌদি প্রবাসী আলিমের
বিদেশবার্তা২৪ ডেস্ক:
দেশে ফিরে বিয়ের পিড়ীতে বসার কথা ছিল সৌদি আরব প্রবাসী আলিম উদ্দিনের (২৮)। এজন্য বিমানের টিকিটও কিনে রেখেছিলেন তিনি। জুলাইয়ের ১ তারিখ দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতেও বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না।
শনিবার (২৪ জুন) স্থানীয় সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন আলিম উদ্দিন।
নিহত আলিম উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকার আলমাছ আলীর ছেলে।
আলিমের বাবা জানান, প্রায় চার বছর আগে পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদিতে পাড়ি জমায় আলিম। জুলাইয়ের ১ তারিখ সে দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না। শনিবার সকালে আলিম ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়।
এদিকে আলিম উদ্দিনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More