বার্লিনে স্পেশাল অলিম্পিক গেমসে স্বর্ণ জয় বাংলাদেশের
			নিউজ ডেস্ক:
বার্লিনের বিশেষ অলিম্পিক গেমসের ছেলেদের ২০০ মিটার স্প্রিন্ট ও বোচে ইভেন্টেও এসেছে স্বর্ণ। একই ইভেন্টের রৌপ্য পদকও পেয়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা।
বার্লিনের বিশ্ব স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য পেতে শুরু করেছে বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন এ্যাথলেটরা। ২০০ মিটার দৌড়ে স্প্রিন্টার বিপ্লব জিতে নেন সোনা। একই লেভেলের ডিভিশনে রৌপ পদক পায় তানজুম।। সোনার পদক ইভেন্ট বোচেতেও এসেছে কাঙ্খিত সাফল্য। এমও টু এবং এম টোয়েন্টি ওয়ান টিমের মোহাম্মদ নাইম ইসলাম ও তৌহিদ ইমাম তামিম সোনা উপহার দেন এম ও টু আর এম টায়েন্টি ওয়ানকে।
গেমসের অন্যান ইভেন্টও এসেছে জয়। হ্যান্ডবলের নারীদের প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানিকে ১৫-১১ পয়েন্টে এবং পুরুষ টিম ভারতকে ১৯ -১১ পয়েন্টের সরাসরি সেটে হারায় নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচে।

অন্যদিকে ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু হয় ভলিবল মিশ্র ইভেন্ট। সরাসরি সেটে তারা হারিয়েছে ভারতে হারায় বাংলাদেশ টিম। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ভারতকে স্কোর করতে দেয়নি বাংলাদেশ টিম। ম্যাচের শুরু থেকেই শক্তিশালী ভারতকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের ভলিবল টিম।
তবে হেরেছে মেয়েদের বাস্কেটবল টিম। মেসোডোনিয়ার বিপক্ষে দারুণ ম্যাচ উপহার দিলেও ১১ -৮ ব্যাবধানে হেরে যেতে হয়। তাতে কিছুটা মন খারাপ হলেও পরের ম্যাচগুলো জিততে প্রত্যয়ী গোটা টিম।
বাংলাদেশ দলের কর্মকর্তা ও কোচদের আশা সবগুলো ম্যাচে ভাল ফলাফলোর পাশাপাশি দেশের বিশ্ব স্পেশাল অলিম্পিকের মত বড় আসরে দেশের সুনাম অক্ষুন্ন রাখা।
Related News
	পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More
	ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More


