Main Menu

মার্কিন ডলারের মান ৪ সপ্তাহে সর্বনিম্নে

নিউজ ডেস্ক:
মার্কিন ডলারের মান গত চার সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পর্যায়ে নেমে গেছে। বুধবার মার্কিন এ মুদ্রার মান শূন্য দশমিক ৩ শতাংশ কমে যায়, যা বিগত ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুদের হার অপরিবর্তিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আর এতেই মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে। কার্যদিবস শেষে ডলার সূচক শূন্য দশমিক ৩ শতাংশ নিম্নমুখী হয়ে ১০৩.০১ এ দাঁড়িয়েছে। এর আগে এটি ১০২ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছিল।

গত চার সপ্তাহের মধ্যে মার্কিন ডলারের মূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমে এলেও ইউরোর মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৮২৭ ডলারে। জাপানি মুদ্রার বিপরীতেও দর হারিয়েছে গ্রিনব্যাক। যে হার শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি ডলারের মূল্য নিষ্পত্তি হয়েছে ১৩৯ দশমিক ৯০৫ ইয়েনে।

এদিকে স্টার্লিংয়ের শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৬৬০ ডলারে। সূত্র: রয়টার্স।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *