আপারডাবী টাওনশীপের নির্বাচনে প্রার্থী বাংলাদেশি নূর আলম
বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে আগামী মঙ্গলবার ১৬ই মে’র প্রাইমারি নির্বাচনে পেনসিলভেনিয়ার আপারডাবী টাওনসীপের ড্রিস্ট্রিক ৬ এর কাউন্সিল পদে নূর আলম চৌধুরীর একজন প্রার্থী। তিনি হলেন একজন প্রথম প্রজন্মের বাংলাদেশী আমেরিকান।
বর্তমানে তিনি পেনসিলভেনিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার (একটি অলাভজনক সম্প্রদায়-ভিত্তিক সংস্থার) বর্তমানে নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক পদে এবং পূর্বের কমিটিতেও ছিলেন। মসজিদ আল মদিনার ইভেন্ট সাব কমিটির একজন সক্রিয় সদস্য (একটি অলাভজনক ধর্মীয় সংস্থার) এবং বাংলাদেশ স্পোর্টস এ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্লাব, আপার ডার্বির প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে থেকে আপনাদেরকে সেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তিনি জয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্রের আপারডাবী টাওনশীপের ড্রিস্ট্রিক ৬, এর বাংলাদেশি কমিউনিটির জন্য ইতিবাচক কিছু করবেন।
তাই আসুন আমরা আগামী ১৬ই মে’র ২০২৩ নির্বাচনে নূর আলম চৌধুরীকে ভোট প্রদান করার মাধ্যমে জয়যুক্ত করি। স্মরণ রাখবেন নূর আলম চৌধুরীর ব্যালেট নাম্বার # ১৮২।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More