বোয়েসেলের মাধ্যমে জর্ডানে ৫৮৬ বাংলাদেশি কর্মী নিয়োগ
বিদেশবার্তা২৪ ডেস্ক:
সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ৫৮৬ কর্মীকে জর্ডানে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৫০৬ জন নারী এবং ৮০ জন পুরুষ কর্মী নিয়োগ দিবে দেশটি।
বোয়েসেলের ওয়েবসাইটে জর্ডানে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশটির ৭টি পৃথক গার্মেন্টস কোম্পানির সুইং মেশিন অপারেটর, টেইলার, সুপারভাইজার ও একজন সাইকোলোজিস্ট’সহ বেশ কিছু পদে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, দেশটির হাইফা গার্মেন্টস কোম্পানিতে ৩২, ক্যানজেন সুইং ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে ৭৫, আটলান্টা গামেন্টস কোম্পানিতে ৭০, জিয়া অ্যাপারেল কোম্পানিতে ১৫৩, প্রস্টিজ অ্যাপারেল কোম্পানিতে ৫, এমকে জেরাশ গারমেন্টস কোম্পানিতে ৫১ এবং ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে ২০০ কর্মী নিয়োগ দেয়া হবে।
দৈনিক ৮ ঘন্টা ও সপ্তায় ৬ দিন কাজের বিনিময়ে এই কর্মীদের মাসিক বেতন ১২৫ থেকে ৬৪০ জর্ডানিয়ান দিনার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ থেকে ৯৫ হাজার টাকার অধিক। একইসাথে থাকছে ওভারটাইমের সুযোগ। চাকরির মেয়াদ ৩ বছর, যা নবায়নযোগ্য।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মীদের থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যাতায়াতে পরিবহন খরচ ও চাকরিতে যোগদানের এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন ও সরসরি সাক্ষাতের পর প্রথম পর্যায় নির্বাচিতদের নির্ধারিত ফি জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ১৮ থেকে ৩৯ বছর বয়েসের হতে হবে। অনলাইনে আবেদনের লিংক বোয়েসেলের নির্ধারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইফা গার্মেন্টস, ক্যানজেন সুইং ইন্ডাস্ট্রিজ, আটলান্টা গামেন্টস এবং এমকে জেরাশ গারমেন্টস কোম্পানিতে চাকুরীর জন্য আগ্রহী প্রার্থীদের মিরপুর দারুসসালাম রোডে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারে সাক্ষাতের জন্য (২৮ এপ্রিল) শুক্রবার সকাল ৮টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
এছাড়া জিয়া অ্যাপারেল, প্রস্টিজ অ্যাপারেল এবং ক্লাসিক ফ্যাশন কোম্পানির জন্য আগ্রহী প্রার্থীদের সাক্ষাতের জন্য মিরপুর দারুসসালাম রোডে অবস্থিত বাংলাদশ কোরিয়া কারিগরি ট্রেইনিং সেন্টারে ওই একইদিনে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সাক্ষাতের সময় প্রার্থীকে যা যা সাথে রাখতে হবেঃ ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে তা সাক্ষাতের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।
এছাড়া বিস্তারিত জানতে বোয়েসেল’র ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সরাসরি যোগাযোগের ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
যোগাযোগ নাম্বারঃ ফোনঃ +৮৮-০২-৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More