Main Menu

ফয়সল আহমদ চৌধুরীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

ফয়সল আহমদ চৌধুরীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

বারাকা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সিলেট মিররের প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা জরুরী। বিগত সময়ে আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি। এখন কথা বলা যাচ্ছে ,বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা সবচেয়ে বেশি জনপ্রিয়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে মূহুর্তের মধ্যে জনগণের দোরগোড়ায় সংবাদ পৌঁছে যায়।তিনি আরো বলেন, অনলাইন গণমাধ্যমে এই সময়ে সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি।

শনিবার সন্ধ্যায় তাঁর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,ক্লাব সদস্য তারেক আহমদ খান ও এমএ ওয়াহিদ চৌধুরী।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *