খালি গায়ে নামাজ হবে?

ধর্ম ডেস্ক:
নারী-পুরুষের জন্য সতর একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষের জন্য সতর বা ঢেকে রাখতে হয়- এমন অংশ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। অর্থাৎ এতটুকু স্থান অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা ফরজ।
বাকি মানুষের সামনে যাওয়ার সময় ক্ষেত্র ও সমাজ হিসেবে যা শালীন ও খোদাভীতি প্রকাশ করে এমন পোশাক পরিধান করা উত্তম।
আর নারীর জন্য পুরো শরীর সতর। অর্থাৎ, গায়রে মাহরামের সামনে পুরো শরীর ঢেকে রাখতে হবে। আর মাহরামদের সামনে মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দানসংশ্লিষ্ট সিনার ওপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে।
নামাজের দাঁড়ানোর সময় নারী-পুরুষের উভয়ের জন্য সতর ঢেকে রাখা এবং শালীন ও সুন্দর পোশাক পরা জরুরি।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,
يَابَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ
‘হে আদম সন্তান! প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ কর।’ (সূরা আরাফ, আয়াত : ৩১)
নারীদের যেহেতু পুরো শরীর সতর তাই নামাজে তাদের পুরো শরীর ঢেকে রাখতে হবে। অন্যথায় নামাজ হবে না। তবে পুরুষের জন্য সতর যেহেতু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তাই তারা কোনো প্রয়োজনে শুধু সতর ঢেকে বাকি শরীর খোলা রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে তা মাকরুহে তাহরীমি হিসেবে গণ্য হবে। তাই কারো কাপড় থাকা অবস্থায় এভাবে নামাজ পড়া নিষেধ।
ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৩৫, দুররুল মুহতার, ২/৪০৬
Related News

মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More

যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More