শ্রমবাজার নিয়ে নতুন আইন করল ওমান

শ্রমবাজার নিয়ে নতুন আইন করল ওমান
বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানি নাগরিকদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে ওমান সরকার।
আগামী পহেলা এপ্রিল থেকে অন্তত একজন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে।
ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর ১ বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানে অন্তত একজন ওমানিকে নিয়োগ করতে হবে।
বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্যই এই আইন কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল।
সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তাই এ সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More