কাতারে বাংলাদেশি স্বেচ্ছাসেবক সংবর্ধিত
কাতারে বাংলাদেশি স্বেচ্ছাসেবক সংবর্ধিত।
কাতারে সদ্যসমাপ্ত এএফসি এশিয়ান কাপে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রবাসীদেরকে সংবর্ধনা দিয়েছে বন্ধুসভা কাতার। সম্প্রতি রাজধানী দোহার বিন মাহমুদে ভিক্টোরিয়া হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি অর্ধশতাধিক বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং এমন উদ্যোগ নেওয়ায় বন্ধুসভা-কাতারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত তার বক্তৃতায় বন্ধুসভার যে কোনো উদ্যোগে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতকে বন্ধুসভা-কাতারের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More