Main Menu

বিশ্ব ইনডোরের সেমিফাইনালে বাংলাদেশের ইমরান

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেছেন। আজ (শুক্রবার) অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে হিটে উত্তীর্ণ হয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। 

৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে সাতটি হিট অনুষ্ঠিত হয়েছে। প্রতি হিটের প্রথম তিনজন এবং অবশিষ্টদের মধ্যে শীর্ষ তিনজন উত্তীর্ণ হয়েছেন সেমিফাইনালে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সাত নম্বর হিটে দৌড়েছেন। ৬.৬৪ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন তিনি। বিশ্ব ইনডোরের গত আসরেও ইমরান সেমিফাইনালে খেলেছিলেন।

৬০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিয়েছিলেন ৪৮ জন অ্যাথলেট। তাদের মধ্যে বাংলাদেশের দ্রুততম মানব ইমরান ১৭তম হয়েছেন। বাংলাদেশ সময় আজ রাতেই সেমিফাইনাল এবং ভোররাতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

dhakapost

ইমরানুর রহমান গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোরের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। গত মাসে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ হারিয়ে চতুর্থ হয়েছিলেন তিনি। ইরানে বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের সঙ্গে দুই কর্মকর্তাও গিয়েছিলেন। তবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে একাই অংশগ্রহণ করছেন ইমরান। ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় যেতে পারেননি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *