বিশ্ব ইনডোরের সেমিফাইনালে বাংলাদেশের ইমরান
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেছেন। আজ (শুক্রবার) অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে হিটে উত্তীর্ণ হয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি।
৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টে সাতটি হিট অনুষ্ঠিত হয়েছে। প্রতি হিটের প্রথম তিনজন এবং অবশিষ্টদের মধ্যে শীর্ষ তিনজন উত্তীর্ণ হয়েছেন সেমিফাইনালে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সাত নম্বর হিটে দৌড়েছেন। ৬.৬৪ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন তিনি। বিশ্ব ইনডোরের গত আসরেও ইমরান সেমিফাইনালে খেলেছিলেন।
৬০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নিয়েছিলেন ৪৮ জন অ্যাথলেট। তাদের মধ্যে বাংলাদেশের দ্রুততম মানব ইমরান ১৭তম হয়েছেন। বাংলাদেশ সময় আজ রাতেই সেমিফাইনাল এবং ভোররাতে ফাইনাল অনুষ্ঠিত হবে।
ইমরানুর রহমান গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোরের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। গত মাসে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ হারিয়ে চতুর্থ হয়েছিলেন তিনি। ইরানে বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের সঙ্গে দুই কর্মকর্তাও গিয়েছিলেন। তবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে একাই অংশগ্রহণ করছেন ইমরান। ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় যেতে পারেননি।
Related News
আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ মেডেল বিক্রির হুমকি সাবেক স্ত্রীর!
বৈশ্বিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল প্রাপ্তিকে অনেক বড় অর্জন হিসেবে ধরা হয়। আর সেটি যদি হয়Read More
আফগানিস্তানকে হারিয়ে টেস্টে আইরিশদের ইতিহাস
সাত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নির দলটি বছরপ্রতি গড়ে প্রায় একটি ম্যাচRead More