তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে।
ভূমধ্যসাগর দিয়ে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত নয় অভিবাসনপ্রত্যাশীর মধ্যে আটজনই বাংলাদেশি। বাকি একজন পাকিস্তানি নাগরিক। এ তথ্য নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মৃত্যুবরণকারী বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস।
দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে মাদারীপুর জেলার পাঁচজন এবং গোপালগঞ্জ জেলার তিনজন।
নিহতরা হলেন- মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজি সজীব, কায়সার, গোপালগঞ্জের রিফাত, রাসেল, ইমরুল কায়েস আপন।
দূতাবাস জানায়, সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধার করা বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছান। দূতাবাসের কর্মকর্তারা নৌ-দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহতদের পরিচয় নিশ্চিত করেন।
এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।
দূতাবাসের পক্ষ থেকে নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত এবং স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে পাঠানোসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More