প্রবাসীদের বড় সুখবর দিল কুয়েত

প্রবাসীদের বড় সুখবর দিল কুয়েত।
প্রবাসীদের বড় সুখবর দিল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। আগামীকাল রোববার (২৮ জানুয়ারি) থেকে দেশটিতে চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পারিবারিক ভিজিট ভিসা চালু হলেও কিছু শর্ত দিয়েছে দেশটি। যেসব প্রবাসী তাদের পরিবারকে কুয়েতে নিয়ে আসতে চান তাদের আরও কঠোরতার মধ্য দিয়ে যেতে হবে।
প্রবাসীরা তাদের পরিবারকে কুয়েত ভ্রমণে ভিজিট ভিসার আবেদন করতে চাইলে অবশ্যই থাকতে হবে বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং মাসিক ৮০০ দিনার বেতনের সনদ। যা বাংলাদেশি টাকায় তিন লাখের উপরে। এমন শর্তে হতাশ সাধারণ প্রবাসীরা।
এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা। কিন্তু ভ্রমণে এসে অনেকেই আর নিজ দেশে না ফেরায় ভিজিট ভিসা বন্ধ করে দেয় কুয়েত সরকার।
কুয়েতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। কুয়েতের মোট ৪৬ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩২ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More