১০ লাখ টাকা নিয়ে প্রেমিকার সাথে উধাও প্রবাসীর স্ত্রী
১০ লাখ টাকা নিয়ে প্রেমিকার সাথে উধাও প্রবাসীর স্ত্রী। সুনামগঞ্জে প্রবাসী স্বামীর ১০ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গতকাল বিকালে শহরের পৌর বিপনীতে সংবাদ সম্মেলন করে স্বামী নবীর হোসেন এ অভিযোগ করেন।
তিনি জানান, ২০১৫ সালে শহরের বাগানবাড়ী এলাকায় নেহারুনকে (২২) বিয়ে করেন তিনি। বিয়ের পর এক কন্যাসন্তান হয় তাদের। পরে জীবিকার সন্ধানে দুবাই যান তিনি। প্রবাসে যাওয়ার আগে শহরের বাগানবাড়ীর সোনা মিয়ার ছেলে আজমল হোসেন বিলাসের তত্ত্বাবধানে রেখে যান স্ত্রীকে। বিদেশ যাওয়ার আগে ৩টি অটোগাড়ি তাদের কাছে জমা রেখে যান। প্রবাস থেকে স্ত্রীর একাউন্টে ৫ লাখ টাকা পাঠান। এভাবে মোট ১০ লাখ টাকার সম্পত্তি রাখেন স্ত্রীর কাছে।
একপর্যায়ে জানতে পারি বিলাস গোপনে আমার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছে। আমাকে ডিভোর্স না দিয়ে অনৈতিকভাবে এখন তারা আলাদা সংসার করছে।
এখন আমার টাকা ও কন্যাসন্তান ফিরে পেতে চাইলে বিলাস আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি ক’দিন আগে থানায় একটি জিডি করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্তের মোবাইল ফোনে ফোন দেয়া হলেও তারা রিসিভ করেনি।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More