শেঙেনে রোমানিয়া-বুলগেরিয়ার আংশিক অন্তর্ভুক্তি, নানামুখী প্রতিক্রিয়া
শেঙেনে রোমানিয়া-বুলগেরিয়ার আংশিক অন্তর্ভুক্তি, নানামুখী প্রতিক্রিয়া। এক দশকের অপেক্ষার পর শেঙেনভুক্ত হয়েছে ইউরোপের দুই দেশ রোমানিয়া এবং বুলগেরিয়া৷ শেঙ্গেনভুক্ত করা হলেও এখনি ইউনিয়নের অন্য দেশগুলোর মতো সমান সুবিধা পাবে না তারা৷
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশ দুটির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা৷
গত ৩০ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বুলগেরিয়া এবং রোমানিয়াকে শেঙেনভুক্ত করার ঘোষণা দেয়া হয়৷ বলা হয়, আসছে মার্চ থেকে আংশিকভাবে শেঙ্গেন জোনে মুক্ত চলাচলের সুবিধা পাবে দেশ দুটি৷
গত দশ বছর ধরে দেশ দুটি মূলত অষ্ট্রিয়া এবং নেদারল্যান্ডসের বাধার মুখে জোনে প্রবেশের অনুমতি পাচ্ছিল না৷
এরপর এই দুই দেশের সাথে আলোচনার শেষে, সমুদ্র এবং আকাশ পথে মুক্ত চলাচলের সুবিধা দেয়ার বিষয়ে তাদের সাথে একমত হয়ে রোমানিয়া ও বুলগেরিয়া৷ আপাতত স্থলপথে মুক্ত চলাচলের সুবিধা পাবে না দেশ দুটি৷
ভিয়েনার দাবি, এই দেশ দুটির দুর্বল সীমান্ত ব্যবস্থাপনার কারণে অস্ট্রিয়াতে ব্যাপক সংখ্যক অনিয়মিত অভিবাসীর আগমন ঘটছে৷
এদিকে, গত দশ বছর ধরে বুলগেরিয়ার শেঙেনেে প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে নেদারল্যান্ডস৷ বুলগেরিয়া দুর্নীতি, অপরাধ এবং আইনের শাসনের ঘাটতি রয়েছে বলে দাবি করে আসছিল নেদারল্যান্ডস৷
আংশিক যোগাদনের সুবিধায় প্রতিক্রিয়া
স্থলপথে শেঙেনের সুবিধা না দেয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে বুলগেরিয়ার ব্যবসায়ীরা৷
বুলগেরিয়ান ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভাসিল ভেলভে এই বিষয়ে বুলগেরিয়া সরকার এবং দেশটির জনগণকে শক্ত প্রতিক্রিয়া দেখানোর দাবি জানান৷
দেশটির এক টেলেভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘শেঙেনেে যুক্ত হওয়ার সব ধরনের চেষ্টা এবং সব শর্ত পূরণেরও পরও আমরা কেন অন্যদের মতো সমান সুবিধা পাবো না?’’
এদিকে আংশিক সুবিধা নিয়ে শেঙেনেে যুক্ত হওয়ার বিষয়টিকে রোমানিয়ার সরকার এবং ব্যবসায়ীরা স্বাগত জানালেও সমালোচনা করছে বিরোধী রাজনীতিবিদেরা৷
প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকো আংশিক সুবিধা নিয়ে শেঙেনে যুক্ত হওয়ার বিষয়টি একটি বড় অগ্রগতি বলে মন্তব্য করেন৷ তিনি জানান, চলতি বছর শেঙেনে পুরোপুরি যুক্ত হওয়ার জন্য রাজনৈতিক ও কৌশলগত চেষ্টা চালিয়ে যাবে সরকার৷
আর রোমানিয়ার ইইউ সংসদের সদস্য ইউগেন টোমাক বলেছেন, ইইউ কর্তৃপক্ষ অস্ট্রিয়ার সাথে একটি সমঝোতার খেলা খেলেছে৷ আরেক সাংসদ দিসিয়ান সিয়ালোর মন্তব্য, রোমানিয়ানদের দ্বিতীয় শ্রেণীর ইউরোপীয়ান হিসেবে দেখা হয়েছে৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More