মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির. মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আরসাদ (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ক্লুয়াংয়ের ৬৬ জালান কোতা তিঙ্গি নামক স্থানে একটি পেরোডুয়া মাইভি ও আরেকটি হোন্ডা অ্যাকর্ড প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আরসাদ জহুর রাজ্যের ক্লুয়াং থেকে কোতা তিঙ্গি যাচ্ছিলেন।
ক্লুয়াং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার বাহরিন মোহাম্মদ নহ জানান, নিহত বাংলাদেশি স্থানীয় একটি পাম ওয়েল বাগানে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আরসাদ জহুরের ক্লুয়াং থেকে কোতা তিঙ্গি যাওয়ার পথে সামনে থাকা পেরোদুয়া মাইভি গাড়ির সঙ্গে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। এরপর পেছন দিক থেকে আসা আরেক প্রাইভেটকার তাকে চাপা দিলে আরসাদের মাথা ও শরীরে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাহরিন জানান, নিহত বাংলাদেশির লাশ ময়নাতদন্তের জন্য ক্লুয়াং হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More