মাঝ–আকাশে খুলে পড়ল উড়োজাহাজের জানালা
নিউজ ডেস্ক: মাঝ–আকাশে খুলে পড়ল উড়োজাহাজের জানালা । যুক্তরাষ্ট্রে পোর্টল্যান্ড থেকে উড্ডয়ন করা আলাস্কা এয়ারলাইনসের বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজের জানালাসহ অবকাঠামো মাঝ আকাশে খুলে পড়েছে।
শুক্রবার এ ঘটনা ঘটলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে বড় কোনো বিপদ হয়নি। জরুরি অবতরণ করেন পাইলট। বেঁচে যায় সব আরোহীর প্রাণ।
জানা গেছে, উড্ডয়নের পর বিচিত্র এ ঘটনার মুখোমুখি হন উড়োজাহাজটির আরোহীরা। হঠাৎ খুলে পড়ে জানালা। উড্ডয়নের ৩৫ মিনিট পর আবারও পোর্টল্যান্ডে ফিরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।
আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন। ঘটনার সময় উড়োজাহাজটি ১৬ হাজার ফুটের বেশি ওপরে উড়ছিল।
আলাস্কা এয়ারলাইনস বলছে, ‘এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রুরা জরুরি পরিস্থিতি যথাযথ উপায়ে সামলে নিতে পেরেছেন। উড়োজাহাজটির গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়া।
উল্লেখ্য, আলাস্কা এয়ারলাইনসের বহরে ৬৫টি বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ রয়েছে। এয়ারলাইনসটি জানিয়েছে, সব উড়োজাহাজের উড্ডয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে।
এদিকে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, ঘটনাটি তাদের নজরে এসেছে। তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More