প্রবাসী আয়ে আশার আলো!
নিউজ ডেস্ক:
প্রায় সাড়ে তিন বছর পর সর্বোচ্চ রেমিট্যান্স আসতে পারে চলতি মাসে। এমনই ইঙ্গিত দিয়েছে প্রবাসী আয়ের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি ডিসেম্বরের প্রথম ২২ দিনে এসেছে প্রায় ১৫৭ কোটি ডলার। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে এর পরিমাণ দাঁড়াবে ২২১ কোটি ডলারে। যা হবে ২০২০ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।
চলতি বছর এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ ২১৯ কোটি ৯১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে জুন মাসে।
দেশের রিজার্ভ নিয়ে নানা সমালোচনার মধ্যেই দেশের অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে প্রবাসী আয়ের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের ২২ ডিসেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে ৫ কোটি ৪৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ১৩৭ কোটি ১৯ লাখ, আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৩ লাখ ডলার
এই ধারা অব্যহত থাকলে এ মাসে রেমিট্যান্স আসতে পারে ২২১ কোটি ১৫ লাখ ডলার। এটি হবে ২০২০ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। ওই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮১ লাখ ডলার। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের আর্থিক সুবিধা দেয়ার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দেয়া হলে নিজের ঘাম ঝরানো অর্থ দেশে পাঠাতে আরও উৎসাহী হবেন তারা।
অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ বলেন, যেসব প্রবাসী ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন, তাদের সম্মানসূচক রেমিট্যান্স কার্ড দেয়া যেতে পারে। যা ব্যবহার করে তারা বিমানবন্দরে প্রাধ্যান্য ও অন্যান্য জায়গায় আলাদাভাবে সেবা পাবেন। এটি নিশ্চিত করা সম্ভব হলে, রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।
চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত জুনে; পরিমাণ ছিলো ২১৯ কোটি ৯১ লাখ ডলার। আর ৪০ মাস পর নতুন রেকর্ড করার সম্ভাবনা দেখাচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর।
Related News
সিলেটেও সয়াবিন তেল সংকট
সিলেটেও সয়াবিন তেল সংকট সিলেটের বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকেRead More
ট্রান্সজেন্ডার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা আজহারী
ট্রান্সজেন্ডার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা আজহারী। ট্রান্সজেন্ডার ইস্যুতে সরগরম অনলাইন-অফলাইন। সপ্তম শ্রেণিরRead More